সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের সঙ্গে বাফুফের সাম্প্রতিক সময়ে তেমন সুসম্পর্ক যাচ্ছে না। নানা অধিকার ও দাবি দাওয়ায় ব্যস্ত ফুটবলাররা। অন্য দিকে ন্যায্য দাবি পূরণে ব্যর্থ বাফুফে অনেকটাই চাপে।
আগামীকাল দুপুরে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি হবে। এই চুক্তির মাধ্যমে সাবিনাদের বিদ্যমান বেতন কাঠামোয় পরিবর্তন আসবে। সাবিনাদের দাবি ছিল, প্রতি মাসে পঞ্চাশ হাজার। সেই দাবি পূরণ সম্পূর্ণ না হলেও অর্ধেকের বেশি হবে বলে জানা গেছে। বেতন কাঠামো বৃদ্ধি ছাড়াও আরো কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাফুফে সাবিনাদের সুবিধা বৃদ্ধি করে আবার নিজেদের স্বার্থও রক্ষা করবে। এই চুক্তির পর কোড অফ কন্ডাক্টের আওতায় আসবেন জাতীয় নারী ফুটবলাররা। সম্প্রতি সাতক্ষীরায় লিগ আয়োজন এবং নানা সময়ে গণমাধ্যমে মন্তব্যের ব্যাপারেও বিধি নিষেধ আরোপ হতে পারে। সাবিনাদের এই চুক্তির আওতায় আনলেও জুনিয়র নারী ফুটবলাররা অবশ্য চুক্তির বাইরে থাকবেন।