ভারতের স্বাধীনতার আগে থেকে আজও জনপ্রিয় যেসব পণ্য

ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলনে অন্যতম প্রচার ছিল, দেশীয় পণ্য ব্যবহার। স্বদেশী আন্দোলনে প্রচারের জন্য তৎকালীন অনেক ব্যবসায়ী নতুন পণ্য তৈরি করেছিলেন, যা আজও বাজারে জনপ্রিয়তার শীর্ষে। তখন গড়ে উঠেছিল দেশীয় পণ্য উৎপাদন সংস্থা। সেই পণ্যগুলোর মধ্যে রয়েছে ক্রিম, সাবান, শরবত ও বিস্কুট।

স্বাধীনতার ৭৬ বছরে এসেও সেই পণ্যগুলো এখনো বাজারে পাওয়া যায়। শুধু তাই নয়, আজও এই পণ্যগুলি খুব জনপ্রিয়।

বোরোলিন
সেই পণ্যগুলোর মধ্যে একটি হল বোরোলিন। জনপ্রিয় ক্রিমটি ব্রিটিশ পণ্যের বিরুদ্ধে লড়াই করতে স্বাধীনতার আগে ভারতের এক ব্যবসায়ী গৌর মোহন দত্ত এটি বাজারে এনেছিলেন। ১৯২৯ সালে বাজারে আসা সেই ক্রিম বোরোলিন ৯৪ বছর পরেও এখনও সমান জনপ্রিয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা উদযাপনে বিনামূল্যে ১ লাখ বোরোলিন বিতরণ করা হয়েছিল।

রুহ আফজা
গরমে স্বস্তি পেতে শরবত রুহ আফজা। ১৯০৭ সালে হাকিম হাফিজ আব্দুল মজিদ নামে একজন বাজারে এনেছিলেন এটি। তখন থেকেই বেশ জনপ্রিয় রুহ আফজা। পুরানো দিল্লি থেকে চালু হওয়া রুহ আফজা আজও ঘরে ঘরে দেখা যায়।

স্যান্ডাল সোপ
মহীশূর স্যান্ডাল সোপ, এটিও আইকনিক ব্র্যান্ড। যা স্বাধীনতার আগে এসেছিল। এই সাবান দেখতে ডিমের মতো। ১৯১৬ সালে একটি সবুজ ও লাল রঙের বক্সে বাজারে আসে। মহীশূরের রাজা কৃষ্ণ রাজা ওয়াদিয়ার চতুর্থ, বেঙ্গালুরুতে এই সাবান কারখানা স্থাপন করেছিলেন।পার্লে-জি
আরও একটি জনপ্রিয় পণ্য পার্লে-জি। হলুদ প্যাকেটে একটি ছোট মেয়ের ছবিসহ প্যাকেজিংয়ের জন্য বিখ্যাত এই বিস্কুটটি বছরের পর বছর ধরে বহু প্রজন্মের কাছে প্রিয় স্মৃতি হয়ে আছে। ১৯২৯ সালে স্বদেশী আন্দোলনের অনুপ্রাণিত হয়ে, মুম্বাই-ভিত্তিক ব্যবসায়ী মোহনলাল দয়াল মিষ্টি তৈরির জন্য একটি পুরানো কারখানা কিনেছিলেন এবং বিস্কুট এবং বেকড পণ্য তৈরি করতে শুরু করেছিলেন। সাধারণ ভারতীয়দের বাজেটের কথা মাথায় রেখে তিনি পার্লে-জি বিস্কুট তৈরি করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com