ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার দর স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আরেকটি ডিমের আড়তকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ঢাকা পোস্টকে জানান, অভিযানে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে পাকা রশিদ না দেওয়ায় ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তিতাস পোল্ট্রি ফার্মকে ১০ হাজার টাকা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় বাজারের একটি ডিমের আড়তের মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে মূল্য তালিকা না রাখায় দুই আলু ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।