চকরিয়ার ঘটনায় পুলিশের দুই মামলা, আসামি ৩ হাজার

কক্সবাজারের চকরিয়ায় জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এতে দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। 

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। শহরে র‍্যাব-পুলিশের টহল চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, প্রশাসন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত রয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ফোরকান উদ্দিন (৫৬) নামে একজন নিহত হন। পুলিশসহ আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী। পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এদিকে মঙ্গলবারের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শহরের থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্স চত্বরে চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে। এতে হাজারো দলীয় নেতাকর্মী অংশ নেন।

এ সময় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, শান্তিপূর্ণ চকরিয়াকে অশান্ত করতে দেওয়া হবে না।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com