চীনে ইনভেস্টমেন্ট প্রমোশন সেমিনার অনুষ্ঠিত

চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে বাংলাদেশ সরকারে একটি প্রতিনিধি দলের অংশগ্রহণে ইনভেস্টমেন্ট প্রমোশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি করতে এই সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে এই সেমিনারের আয়োজন করে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না চিয়াংশি ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন কোম্পানি লিমিটেড।সেমিনারে উপস্থিত ছিলেন- কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লি বিয়া, কোম্পানির আন্তর্জাতিক প্রকৌশল বিভাগের পরিচালক হু শাওহুই, আন্তর্জাতিক প্রকৌশল বিভাগের উপ-পরিচালক শিওং চিয়ানচুন এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কর্মকর্তারা। চীন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে উল্লেখ করে বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় জায়গা। তারা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ, সহজলভ্য ও দক্ষ শ্রমশক্তি, কৌশলগত অবস্থান, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার, সরকারঘোষিত সুযোগ-সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করে বাংলাদেশকে শিল্পকারখানা স্থাপন ও বিদেশি বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে তুলে ধরেন। চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com