বাঙালি জাতির জন্য বেদনাদায়ক শোকের মাস আগস্টকে কেন্দ্র করে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিচিতি সভার আয়োজন করেছে যুব মহিলা লীগ।
শুক্রবার (১৮ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটি পরিচিতি সভাসহ শোকের মাসের কর্মসূচি পালন নিয়ে সভা করে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে সংগঠনটি।শোকের মাসে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠন যুব মহিলা লীগও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
Please follow and like us: