বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ : বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, একদিনের ঘোষণায় লাখ লাখ মানুষ গণমিছিলে যোগ দিয়েছেন। এতে প্রমাণিত হয়- বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ। এ সরকার প্রতিহিংসার কারণে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে। তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান উচ্চতর ডিগ্রিধারী। তাদের পরিবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে। তাকেও মিথ্যা মামলার আসামি করে সাজা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরী নুর আহম্মেদ সড়কে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগরের সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com