চোরদের থেকে কম দামে মোবাইল কিনে বেশি দামে বিক্রি করতেন তিনি

চাঁদপুরে ১০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইলসহ মো. সুমন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। 

আটককৃত সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের চেয়ারম্যান বাড়ি আমিন উদ্দিনের  ছেলে।

ডিবির ওসি এনামুল হক চৌধুরী জানান, আজ দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি এলাকায় তাদের বসত বাড়িতে চোরাই মোবাইল ব্যবসায়ী সুমনকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে বিভিন্ন মডেলের ১০টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়। মোবাইল ১০টির মূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা।

তিনি আরও জানান, আটককৃত সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত মোবাইল সেটগুলো কুমিল্লা ও চাঁদপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্নস্থান থেকে অজ্ঞাতনামা চোরদের কাছ থেকে কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজের কাছে রাখতেন। তার বিরেুদ্ধে কচুয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। চোরদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com