প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। তার হাত ধরেই দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে। দুস্থ খেলোয়াড়দের ভাতা, দুঘর্টনার শিকার খেলোয়াড়দের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থী খেলোয়াড়দের বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তির আওতায় আনা হয়েছে। এছাড়াও দেশের সব স্টেডিয়ামকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে। পাংশা, কালুখালীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে বরাদ্দ বাড়ানো হয়েছে। ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ডসহ সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ খেলোয়াড়, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com