ডিটারজেন্ট-সাবান ছাড়াই কাপড় ধোবেন যেভাবে

অনেক সময়ে বাড়িতে ডিটারজেন্ট ফুড়িয়ে যায় সেক্ষেত্রে জামা কাপড় ধুতে গিয়ে সমস্যার মুখে পড়তে হতে পারে। তবে, ডিটারজেন্ট ছাড়াও সহজে ধোয়া যাবে জামা-কাপড়। রান্নাঘরের কিছু উপাদান খুব সহজেই ডিটারজেন্টের মতো কাজ করে। শুধু তাই নয় এইসব উপাদান দিয়ে কাপড় জামা ধুলে সহজেই কাপড়ের মলিনতা দূর হয় এবং কাপড়ের রংও নষ্ট হয় না।

কি কি লাগবেসাদা ভিনেগার এবং বেকিং সোডা – কাপড় ধোয়ার জন্য সাদা ভিনেগার এবং বেকিং সোডা মিশিয়ে  ডিটারজেন্ট তৈরি করা যেতে পারে। এতে জামা কাপড়ের ময়লা পুরোপুরি পরিষ্কার হবে এবং কাপড়ের গন্ধও চলে যাবে। খেলাধুলার পোশাকের মতো কাপড় ধোয়ার জন্যও ভিনেগার এবং বেকিং সোডা দারুণ কার্যকরী।

যেভাবে তৈরি করবেন

প্রথমে আধ কাপ বেকিং সোডা নিয়ে তাতে আধ কাপ ভিনিগার দিতে হবে। এই মিশ্রণ ওয়াশিং মেশিনে ঢেলেও জামা-কাপড় ধোওয়া যেতে পারে বা জলভর্তি বালতিতে এই মিশ্রণটি ঢেলে জামা কাপড় ভিজিয়ে রেখেও ব্যবহার করা যেতে পারে।

বাড়িতে ভিনিগার না থাকলে বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়েও ডিটারজেন্ট তৈরি করা যেতে পারে। সাদা এবং রঙিন কাপড় পরিষ্কার করতে এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।

প্রথমে আধা কাপ বেকিং সোডা নিয়ে এতে আধা কাপ লেবুর রস দিতে হবে। এই সহজ মিশ্রণই ডিটারজেন্টের দারুণ বিকল্প হতে পারে। এতে  জামাকাপড়ের দাগ সহজেই দূর হয়ে যাবে এবং কাপড় সম্পূর্ণভাবে পরিষ্কার হবে।রঙিন কাপড় ধোয়ার জন্য শ্যাম্পু বা বডি ওয়াশ ব্যবহার করা যেতেই পারে। এই উপাদান ব্যবহার করলে অপরিষ্কার কাপড় ঠিকমতো পরিষ্কার হবে এবং দুর্গন্ধও সহজে দূর হবে। তবে শ্যাম্পু এবং বডি ওয়াশে প্রচুর পরিমাণে ফ্যানা তৈরি হয়, যা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তাই এইসব উপাদান কম পরিমাণে ব্যবহার করা উচিত। সূত্র- নিউজ ১৮

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com