ঢাকা-মাওয়া রেলপথে সফলভাবে ‘ট্র্যাক কার’ চলাচল

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চলাচল করেছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ট্র্যাক কারটি ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সফলভাবে এটি মাওয়া পৌঁছায়।

এদিকে চলতি পথে ট্র্যাক কারটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেললাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনের ত্রুটি বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে। পরে মাওয়া থেকে দুপুর ১২টার দিকে ট্র্যাক কারটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক-২ বিগ্রেডিয়ার জেনারেল জামিউল রহমান বলেন, আমরা আজকে রেল ট্র্যাক দিয়ে পরীক্ষামূলক ৮১ কিলোমিটার ট্রায়াল রান করেছি। সকাল ৯টা ১৭ মিনিটে গেন্ডারিয়া থেকে রওনা হয়ে কেরানীগঞ্জ কিছু কাজ ছিল। সেটা পরিদর্শন করেন আমাদের ডিজি মহোদয়। গেন্ডারিয়া রেলস্টেশন থেকে জুরাইন হয়ে আলীগঞ্জ দিয়ে ভায়াডাক্ট ১ দিয়ে বুড়িগঙ্গা ধলেশ্বরী দিয়ে আমরা মাওয়া স্টেশনে গিয়েছি। সেখানে কিছুক্ষণ অবস্থান করে ভাঙ্গার উদ্দেশে রওনা হই।

তিনি আরও বলেন, আমাদের ট্রায়াল পিরিয়ড সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ রেডি। কবে উদ্বোধন হবে, সেটা বলতে পারছি না এখনো, তবে আগামী সোমবার রেলমন্ত্রী রেল ট্র্যাকে চড়ে ঘুরে দেখবেন বলে জানিয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com