মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) সকাল ৮টার সময় বিসিক কার্যালয়ের পাশের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শামসুজ্জামান মিঠু ঝিনাইদহ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মেহেরপুর বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, কি কারণে এমন হয়েছে এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছি না।
মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় একটি আম বাগানে গাছের ডালে রশি দিয়ে বাঁধা অবস্থায় বিসিক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
Please follow and like us: