তুরাগ পাসপোর্ট অফিসে দালালি : সাতজনকে জেল-জরিমানা

ঢাকার তুরাগ থানাধীন পাসপোর্ট অফিস এলাকায় অবৈধ পন্থায় পাসপোর্ট তৈরিতে সহযোগিতা ও দালালির অভিযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। অভিযান শেষে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া জানান, রোববার (২০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব-১ এর একটি দল ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এসময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পাসপোর্ট অফিসে দালালি ও অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দোষী ব্যক্তি হারুন অর রশিদকে (৩৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো.  মনিরুজ্জামান বাবুকে (৩০) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, নূর আলমকে (২৪) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, তৌহিদুল ইসলামকে (২৩) ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড, মাইনুল ইসলামকে (৪৭) ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে দু’দিনের বিনাশ্রম কারাদণ্ড, ফারুক আহমেদকে (৫০) ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুদিনের বিনাশ্রম কারাদণ্ড, রাসেল মিয়াকে (৪৬) ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসময় দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে সাতটি পাসপোর্টের আবেদন এবং সাতটি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়। জরিমানার মাধ্যমে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com