চট্টগ্রাম ডিসির নম্বর ক্লোন করে টাকা দাবি

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এমনকি নম্বরটি থেকে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীকেও ফোন করে টাকা দাবি করা হয়েছে। 

বিষয়টি নিয়ে অবগত হয়েছে জেলা প্রশাসনও। এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামানের ব্যবহৃত নম্বর হঠাৎ ক্লোন করে অজ্ঞাত একটি চক্র। এটি ব্যবহার করে রোববার (২০ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বিভিন্নজনকে ফোন দিয়ে টাকা দাবি করা হয়। খবর পেয়ে নম্বর ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ধরেননি। এরপর যাচাই করে ফোন ক্লোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা অবগত হওয়ার পরপরই এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (ডিসি) করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com