রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিরাজনগর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে ফাতেমা আক্তার (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
রোববার সকাল পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহত ফাতেমা আক্তার শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকার বাসিন্দার মো. বাবু মিয়ার মেয়ে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই) নুসরাত জাহান নুপুর। তিনি বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনিও বলেন, ওই তরুণী কামরাঙ্গীরচর এলাকার একটি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পারি সামান্য বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।