চট্টগ্রামের কোতোয়ালিতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর ফিরিঙ্গি বাজার বিআইডব্লিউটিএ অফিসের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার সাদুল্ল্যাপুর এলাকার মধু সরকারের ছেলে মো. শাহীন সরকার (৩৫) ও ঢাকার কেরানীগঞ্জ এলাকার আবদুল মজিদের ছেলে মো. মনির হোসেন (৩৬)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গোপনে সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট বসিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us: