চিকিৎসকের বিরুদ্ধে রোগীর ছেলেকে মারধরের অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হোসাইন শাওনের বিরুদ্ধে এক রোগীর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাকির হোসেন জানান, রোববার সকাল সাড়ে ১০টায় তিনি তার অসুস্থ মা সাফিয়া বেগমকে (৮০) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন মেডিকেল অফিসার ডা. তাসফিয়া মুন। কর্তব্যরত চিকিৎসক তার মাকে পর্যবেক্ষণ না করে অনুমান নির্ভর কিছু টেস্ট লিখে দিয়ে রিপোর্ট দেখাতে বলেন। এসময় জাকির হোসেন তার মাকে একটু ভালোভাবে দেখার অনুরোধ জানালে ডা. তাসফিয়া মুন ক্ষেপে যান এবং তার স্বামী একই হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ডা. হোসেন শাওনকে ফোন করেন। পরে তিনি এসে জাকিরকে ১০৪ নম্বর কক্ষে নিয়ে যান এবং সেখানে দরজা বন্ধ করে তাকে মারধর করেন।

ডা. হোসেন শাওন বলেন, আমার স্ত্রী ডা. তাসফিয়া মুন টেস্ট লিখে দিলে সেখান থেকে পার্সেন্টিজ পাবেন এ কথা বলে তর্কে জড়ান জাকির। পরে আমি এসে তাকে ডেকে নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করি। কিন্তু তিনি আজেবাজে কথা বলায় তাকে পুলিশে সোপর্দ করি। এসময় পুলিশ বিষয়টি সমাধান করে দেন। তবে জাকিরকে মারধরের অভিযোগটি ভিত্তিহীন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, এ ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে আমি কাউকে পাইনি। এ ধরনের কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com