সরেজমিনে গিয়ে মিটার রিডিং দেখে বিদ্যুৎ বিল তৈরি করার নির্দেশ

ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, মিটার রিডিং না দেখে বিদ্যুৎ বিল তৈরি করা হচ্ছে। আগের মাসের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক্কলিত বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে মিটার রিডিং দেখে বিদ্যুৎ বিল তৈরি করতে হবে।

রোববার (২০ আগস্ট) নিজ সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, নামাজসহ বিশেষ সময়গুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। গ্রাহক যেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে হবে।

মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার প্রয়োজন হলে সেই ব্যবস্থা করা হবে। এছাড়া দ্রব্যের মান ও বাজারদর নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার এবং জেলা, উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা অব্যাহত রাখতে হবে।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী নেতা, জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com