কুমিল্লায় স্কুলমাঠে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রীদের গালিগালাজ করে টিকটক ভিডিও বানিয়ে তা ফেসবুক পেজে ছড়িয়ে দেওয়ার দায়ে দুই টিকটকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করে টিকটক অ্যাকাউন্ট বন্ধ করা হয়।
রোববার (২০ আগস্ট) দুপুরে চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের মুরাদনগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটককৃত টিকটকাররা হলো- চান্দিনা উপজেলার তীরচর গ্রামের মো. আতিক (১৪) এবং দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার হৃদয় আহমেদ (১৭)।
পুলিশ জানিয়েছে, গত বুধবার (১৬ আগস্ট) কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রীকে অশ্লীল গালিগালাজ করে টিকটক ভিডিও তৈরি করে আতিক ও হৃদয়। পরে ‘বুঝ নাই ব্যাপারটা’ নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এতে সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাদের আটকে অভিযানে নামে ডিবি পুলিশ।