লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা আ.লীগের শোক দিবস উপলক্ষ্যে শোকসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাতে রাজধানীর মতিঝিলে সেন্ট্রাল ইন হোটেলে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

ঢাকাস্থ লাকসাম মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ আলমের সভাপতিত্বে দোয়া ও শোকসভার অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল ও গর্ভবতী পুত্রবধূকেও ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে আমরা এ ধরনের নিষ্ঠুর রাজনৈতিক হত্যাকাণ্ড আর দেখিনি। যারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিল, তারাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

অনুষ্ঠানে কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. আবদুল মান্নান বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। মুক্তিযুদ্ধের বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশে দলমত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার অসাধারণ ক্ষমতার কথা তুলে ধরেন তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য কাজ করে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।শোকসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লায়ন নুরুন্নবী কামাল, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাহবুব আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মিজানুর রহমান, সাবেক ইউনিয়ন ও কুমিল্লা (দঃ) জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার, ছাত্রলীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, মোরশেদ আলম, বিল্লাল হোসেন মিলন, রফিকুল ইসলাম শান্ত, জসিম উদ্দীন, গোলাম হোসেন গোলাপ, সাহাব উদ্দিন শাহীন, বাকী বিল্লাহ, সাংবাদিক রফিক রায়হান, মাহফুজুল হক ভূঁইয়া সোহাগ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সোহাগ প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com