বিকেএমইএ’র নির্বাচনে জয়ের পথে সেলিম ওসমানের প্যানেল

গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ (২০১৯-২০২১) নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।

২৭ পদের বিপরীতে বিকেএমইএ’র বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরামের বাইরে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেল।

রোববার (২২ সেপ্টেম্বর) সেলিম ওসমানসহ তার নেতৃত্বাধীন প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ প্যানেলের অন্যান্যরা হলেন- নারায়ণগঞ্জ অঞ্চল থেকে মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, জি এম ফারুক, মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, নাসিমুল তারেক মঈন, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবীর হোসেন, তারেক আফজল, মজিবুর রহমান।

ঢাকা অঞ্চল থেকে মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, অমল পোদ্দার, এম আই সিদ্দিক (সেলিম মাহবুব), মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া, ইমরান কাদের তুর্য।

চট্রগ্রাম অঞ্চল থেকে গাওহার সিরাজ জামিল, রাজিব দাস সুজয়, মো. হাসান, আহমেদ নূর ফয়সাল ও মির্জা আকবর আলী চৌধুরী।

অন্যদিকে ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা বাকি তিন জন (আতাউর রহমান, জাকারিয়া ওয়াহিদ, আল আমিন) তাদের পক্ষে মনোনয়ন জমা দেননি।

আগামী ২৪ সেপ্টেম্বর উক্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন নির্বাচন বোর্ড।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১১:৫৯)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com