অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে ২৬ জেলে আটক

সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ২৬ জেলেকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে শরণখোলা রেঞ্জের শ্যালার চর নীলবাড়িয়া খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, চারটি নৌকা, জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষিদ্ধ সময়ে অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জেলেদের নৌকা থেকে উদ্ধার করা ১৫ মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া অভিযানে আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com