নেপালে আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন

বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প পরিবার আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড প্রায় ৫শ পরিবেশকসহ ৭শ জনের একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে নেপালের রাজধানীর কাঠমুন্ডুতে পরিবেশক সম্মেলন করেছে। গত ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত ভ্রমণ সূচীতে ২০ আগস্ট কাঠমুন্ডুর ইয়ক অ্যান্ড ইয়াতি হোটেলের রয়্যাল গ্র্যান্ড কনফারেন্স হলে আকিজ প্লাস্টিকস অ্যান্ড পাইপস ‘অ্যাচিভার্স সামিট ২০২৩’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসিরউদ্দিন বলেন, দেশের সীমানা পেরিয়ে আকিজ প্লাস্টিকসের বিশ্বমানের প্লাস্টিক সামগ্রী বর্তমানে ভারত, সৌদি আরব এবং সুদানে রপ্তানি হচ্ছে। চলতি অর্থবছরে আমাদের যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ১০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।

আকিজ গ্রুপের সিইও সেখ আজরাফউদ্দিন বলেন, প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে আকিজ শুধু বাংলাদেশের সেরা ব্র্যান্ড নয়, আন্তর্জাতিকভাবে বড় ব্রান্ডের স্বীকৃতির দাবিদার। আর সেই অভীষ্ট লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিদেশের মাটিতে এত বিপুল সংখ্যক পরিবেশকদের নিয়ে সম্মেলন তারই ইঙ্গিত বহন করে।

চারটি চার্টার্ড বিমানে আগত অতিথিদের পুরো ভ্রমণের পরিব্যক্তিতে নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও এয়ারপোর্টে আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং সিইওসহ নেপালে সব অংশগ্রহণকারীদের গ্র্যান্ড অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান, সাথে নেপাল বাংলাদেশের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, বিমান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ২০ তারিখে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থেকে আকিজ গ্রুপের সাফল্য কামনা করেন।

আকিজ প্লাস্টিকস-এর পরিবেশক সম্মেলনের অনুষ্ঠানটি উপস্থাপন করেন আকিজ গ্রুপের হেড অব মার্কেটিং তারিক রায়হান মিঠু। এতে আরও উপস্থিত ছিলেন আকিজ প্লাস্টিকস-এর হেড অব অপারেশন্স মিনহাজ বিন মিজান, হেড অব সেলস শহিদুল ইসলাম, হেড অব কর্পোরেট সেলস আতিকুর রহমান, হেড অব আপারেশন্স পরিতোষ মিত্র ও হেড অব সেলস ফজলুল হক মোল্লাসহ আরও অনেকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com