স্বামীর সন্ধান পেতে উত্তরপ্রদেশে বাংলাদেশের সোনিয়া

স্বামীর সন্ধান পেতে সন্তানসহ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডা শহরে গিয়েছেন সোনিয়া আখতার নামের এক বাংলাদেশি নারী। পুলিশকে সোনিয়া জানিয়েছেন, তার স্বামী সৌরভ কান্ত তিওয়ারি ২০২১ সালে ঢাকায় তাকে ত্যাগ করে নিজ এলাকা নয়ডায় ফিরে এসেছেন।

সোনিয়া আরও জানিয়েছেন, স্বামীর সঙ্গে থাকতেই ভারতে এসেছেন তিনি।

নয়ডা পুলিশের অতিরিক্ত উপকমিশনার রাজীব দীক্ষিত ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘বাংলাদেশের ওই নাগরিক প্রথমে নয়ডার মহিলা থানায় গিয়েছিলেন। সেখানে তিনি এই মর্মে অভিযোগ জানিয়েছেন যে, সৌরভ কান্ত তিওয়ারির বাড়ি নয়ডার সুরাজপুর এলাকায়। একটি প্রাইভেট ফার্মে চাকরির সূত্রে সৌরভ ২০১৭ সালের ৪ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত সেসময় সোনিয়া আখতারের সঙ্গে তার পরিচয় হয় এবং ২০২১ সালে ইসলাম ধর্মমতে তিনি সোনিয়াকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে।’

‘ওই বাংলাদেশি নারীর অভিযোগ, ভারতে ফেরার পর আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি সৌরভ। যে নথিপত্র তিনি আমাদের দিয়েছেন, তাতে মনে হচ্ছে তার অভিযোগের সত্যতা রয়েছে। প্রাথমিক খোঁজ-খবর নিয়ে আমরা জানতে পেরেছি, সৌরভ আগে থেকেই বিবাহিত। বাংলাদেশে যাওয়ার আগে এখানে বিয়ে করেছিলেন তিনি এবং ওই ঘরে তার দুই সন্তানও রয়েছে।’

নয়ডা পুলিশকে ইতোমধ্যে নিজের পাসপোর্ট, ভিসার ও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং সন্তানের সঙ্গে সম্পর্কিত নথিপত্র জমা দিয়েছেন সোনিয়া। তার অভিযোগ আমলে নিয়ে নয়ডা পুলিশের নারী ও শিশু নিরাপত্তা শাখা ইতোমধ্যে তদন্তও শুরু করেছে বলে জানিয়েছেন রাজীব দীক্ষিত।সোমবার নয়ডা থানায় সংবাদিকদের প্রশ্নের উত্তরে সোনিয়া আখতার বলেন, ‘সে (সৌরভ কান্ত তিওয়ারি) এখন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে চাইছে না, আমাকে তার ঘরেও তুলতে চাইছে না। আমি একজন বাংলাদেশি। প্রায় তিন বছর আগে আমরা বিয়ে করেছি। আমি কেবল আমাদের সন্তানসহ তার সঙ্গে থাকতে চাই।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com