ভারত সফর নিয়ে বিস্তারিত বলতে পারব না : জিএম কাদের

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম (জিএম) মোহাম্মদ কাদের।

তিনি বলেন, ভাবির অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কাগজপত্রে সই করাচ্ছে। উনার থেকে বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে তিনি নিজের ইচ্ছায় এগুলো দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য, জাতীয় পার্টিকে দুর্বল করা।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় ভারত সফর শেষে দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, বেগম রওশন এরশাদ আমার ভাবি। বড় ভাইয়ের স্ত্রী। বড় ভাইকে আমরা সবসময় বাবার মতো মনে করতাম। ছোটবেলা থেকেই ভাবিকে মায়ের মতো মনে করে এসেছি। তার সঙ্গে আমার কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না, এখনও নেই।

রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কাগজপত্রে সই করাচ্ছে দাবি করে তিনি বলেন, উনার থেকে বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে তিনি নিজের ইচ্ছায় এগুলো দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য, জাতীয় পার্টিকে দুর্বল করা। আমাদের বিরুদ্ধে কিছু লোকজন এসব করছে। দেবর ভাবির দ্বন্দ্ব যারা বলছেন তারাই এসব বিষয় উসকে দিচ্ছেন।

ভারত সফর প্রসঙ্গে জানতে চাইলে জিএম কাদের বলেন, ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু কার সঙ্গে এবং কী বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। আলাপ সেভাবে হয়েছে। সেই আলাপ নিয়ে ভারত কিছু বলতে চাইলে বলতে পারে, কিন্তু তাদের অনুমতি ছাড়া কিছু বলতে পারব।

জাতীয় পার্টি নিয়ে ভারতে ভালো ধারণা রয়েছে বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, তারা এখানে একটি ভালো সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচনের আগে এবং পরে যেন কোনো সহিংসতা না হয় সেটা তারা চায়। কারণ বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে।

জাতীয় পার্টি কি বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে অংশ নেবে, এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এই বিষয়ে আরও কিছুদিন পরে আমরা সিদ্ধান্ত নেব। আর নির্বাচন বর্জন করব এটা আমরা কোনো দিন বলিনি।

বাংলাদেশ ইস্যুতে আমেরিকার সঙ্গে ভারত দেনদরবার করছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এটা ভারত ও আমেরিকার বিষয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com