ঐচ্ছিক অবসরে যাচ্ছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। আগামী ২৮ আগস্ট থেকে অবসরে যাচ্ছেন তিনি।
বুধবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে জানানো হয়, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তার অভিপ্রায় অনুযায়ী সরকারি চাকরি আইন অনুযায়ী ২৮ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ ২৯ আগস্ট ২০২৩ থেকে ২৮ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল.) মঞ্জুর করা হলো।
তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন বলেও এতে জানানো হয়।
Please follow and like us: