গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, এ দেশের জনগণ তাদের ইজ্জত নিয়ে এই কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে আর কোনো খেলা খেলতে দেবে না।
শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি।
সুব্রত চৌধুরী বলেন, জনগণের ওপর এই আওয়ামী লীগ সরকারের বিশ্বাস নেই, তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। তাই জনগণেরও এই ভোট ডাকাত সরকারের ওপর ভরসা নেই। তারা এই স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার আদায় করে ছাড়বে।
মিছিলে অংশ নেন গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জসিম সরদার প্রমুখ।