তিল ধারণের ঠাঁই ছিল না, বৃষ্টির বাগড়ায় নিমেষেই ফাঁকা নয়াপল্টন

কিছুক্ষণ আগেও নয়াপল্টনে সড়কে ছিল মানুষের ভিড়। অস্থায়ী স্টেজে নেতাকর্মীদের তিল ধারণের ঠাঁই ছিল না। কিন্তু হঠাৎ বৃষ্টির বাগড়ায় নিমেষেই ফাঁকা হয়ে যায় নয়াপল্টনের সড়ক। বৃষ্টিতে ভেজা থেকে বাঁচতে তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে যান বিএনপির নেতা-কর্মীরা। পরে আশপাশের ভবনের নিচে অবস্থান নেন তারা। এতে মুহূর্তেই নয়াপল্টনের সড়ক ফাঁকা হয়ে যায়।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরের পরে রাজধানীতে কালো পতাকা মিছিল বের হবে। সেই লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলো। এই পতাকা মিছিলে যোগ দিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতা কর্মীরা।

এদিন এলাকাভিত্তিক নেতাকর্মীদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে এসে যোগ দেন। কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে একটি খোলা ট্রাকের উপর অস্থায়ী স্টেজ বানানো হয়েছে। সেখান থেকেই পতাকা মিছিল শুরু হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দুটি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে।

বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে।

আরও পড়ুন: কালো পতাকা মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

হঠাৎ বৃষ্টির বাগড়ায় লাইফ ডায়াগনস্টিক সেন্টারের নিচে দাঁড়িয়েছেন রাজধানীর মুগদাপাড়া থেকে আসা বিএনপির কর্মী রেজাউল কর্মী। তিনি বলেন, স্টেজের সামনেই অন্যান্য কর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সবাই দৌড়াদৌড়ি করে এখানে এসে দাঁড়িয়েছি। নেতারা ঘোষণা দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই পতাকা মিছিল শুরু হবে। শুরু হলেই আমরা ফের স্টেজের সামনে যাবো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com