ছাত্রদলের আহ্বানে সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনকে সামনে রেখে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্র শিবির ছাড়া সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেছে ছাত্রদল।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মতবিনিময় সভা হয়। এতে ছাত্রদলের পাশাপাশি ছাত্র ফেডারেশন, নাগরিক ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), ছাত্র অধিকার পরিষদসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ছাত্র সংগঠনের নেতারা সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা, ঐক্যবদ্ধভাবে রাজপথে কর্মসূচি দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা করেন। ছাত্রনেতারা ভোটাধিকার প্রশ্নে আগামী দিনে এ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।

বৈঠকে অংশ নেওয়া ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, চলমান রাজনৈতিক সংকট নিয়ে ছাত্র সংগঠনগুলো কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে ছাত্রদলের আহ্বানে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে সব ছাত্র সংগঠন একমত হয়েছে। সামনে আরও আলাপ-আলোচনা চলবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com