ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কোটচাদপুর উপজেলার গাবতলা পাড়ার বাসিন্দা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাতে যশোর থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন তিনি।
পথিমধ্যে কালীগঞ্জের রায়গ্রাম ট্রাক গ্যারেজ এলাকায় আসলে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us: