বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে ও ডোবায় পড়ে থাকা বিপুল পরিমান কুচি (কাটা) করা টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ১০ বস্তা কেটে ফেলা টাকা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কোথা থেকে কিভাবে এখানে এসব কাটা টাকা এলো তা স্থানীয়রা বলতে পারেনি।
স্থানীয়রা জানায়, উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশে মঙ্গলবার সকালে এলাকাবাসী বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কাটা টাকার খবর পেয়ে গ্রামের শতশত মানুষ এসে সেখানে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশও চলে আসে।
শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, এগুলো কোনো ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত হতে পারে।
Please follow and like us: