‘কেজিএফ ২’ সিনেমার আয়ের রেকর্ড ভাঙল ‘গদর ২’

বলিউড বক্স অফিসে সানি দেওলের ‘গদর ২’ সিনেমার ঝড় থামছেই না। ছবিটি মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েই চলেছে। 

সবশেষ আয়ের দিক থেকে ভারতে বহুল আলোচিত ‘কেজিএফ ২’ সিনেমাকেও পিছনে ফেলেছে। গত ১১ আগস্ট ছবিটি মুক্তির পর শনিবার (২৬ আগস্ট) ভারতের বক্স অফিসে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ রুপির। এর ফলে দেশীয় বাজারে এর মোট কালেকশন দাঁড়িয়েছে ৪৩৯ কোটি ৯৫ লাখ রুপি।

মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখায় ১৮ শো ছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’র। কিন্তু দর্শক খরায় কমিয়ে দেওয়া হয়েছে শো-এর পরিমাণ।

আরও পড়ুন- বাংলাদেশি দর্শকদের ছবি দেখার আমন্ত্রণ জানালেন সালমান খান

সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, ‘সিনেমাটি একেবারেই চলছে না। অবশ্য এই ছবি থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। একদিকে পুরনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। আর ভারতেও তো চলেনি সিনেমাটি। সুতরাং এখানে চার-পাঁচ শ টাকা খরচ করে কে দেখবে এই সিনেমা!’

বিশ্লেষকরা মনে করছেন, ‘গদর ২’ ছবির এমন আয়ের ধারাবাহিকতা থাকলে খুব শীঘ্রই হয়তো ‘বাহুবলী ২’কে টপকে যেতে পারে সানি দেওলের সিনেমা।

উল্লেখ্য, ২০০১ সালের ‘গাদার’ সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’। এটি পরিচালনা করেছেন অনিল শর্মা। এতে সানি দেওলের সঙ্গে আছেন আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com