মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে দেশটির অভিবাসন বিভাগের পরিচালিত অভিযানে ২৪ বাংলাদেশিসহ ৪৮ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার ভোরে প্রদেশের সুঙ্গাইবুলুর সবজি বাগান ও পাম বাগানে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনার আগে মালয় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা, পুলিশ ও রেলার সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এ সময় বিভিন্ন দেশের দেড় শতাধিক অভিবাসীকে আটক করা হয়। শ্রমিকদের ঘুমিয়ে থাকার সময় এই অভিযান পরিচালিত হয় বলে অনেকেই পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আটককৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে বাংলাদেশের ২৪ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন, মিয়ানমারের ৪ জন এবং নেপালের একজনকে গ্রেপ্তার দেখানো হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন প্রধান মোহাম্মদ শুকরি জানান, সুঙ্গাই বুলুর, পুসাট কাওয়ালান, কুসতা নেগারা এবং কাওয়াছান সবজি বুকিত বুরুনতিংয়ের বিভিন্ন দেশের অভিবাসীরা অবৈধভাবে অবস্থান করছে এমন খবর পেয়ে ভোরবেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করে সেলাঙ্গার ইমিগ্রেশনে রাখা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন