পাত্রীর খোঁজে বিজ্ঞাপন দিলেন শাকিব খান!

ঢালিউডের সুপারস্টার শাকিব খান ভালবেসে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন কিন্তু ২০১৭ সালে তাদের সেই বিয়ের ইতি টানে আর দাম্পত্যের সুবাস হয়ে আছে একমাত্র পুত্র আব্রাম খান জয়

অপুর সঙ্গে ছাড়াছাড়ির পর একাই দিন পার করছেন এই সুপারস্টার। ব্যস্ত রয়েছেন সিনেমার শুটিংয়ে। কখনো দেশে কখনো বা বিদেশে। এই মুহূর্তে শুটিং চলছেআগুননামের একটি ছবির। এমনি সময় ফেসবুকে ভাইরাল হলো শাকিবের বিয়ের খবর। ঘটক বাড়ি নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয় শাকিব খানের বায়োডাট। আর সেখানেই পাত্রী চাওয়া হয়েছে শাকিব খানের জন্য 

পোস্টটি করেছেন শাকিবের বোনের ননদ দাবি করামুনা স্বপননামের একটি আইডি থেকে সেখানে শাকিবের ছবিসহ পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উল্লেখ করে যোগ্য পাত্রী নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে তার নাম দেয়া হয়েছে শাকিব খান রানা ১৯৮০ সালে জন্ম উচ্চতা ইঞ্চি রক্তের গ্রুপ বি পজিটিভ তবে জীবন বৃত্তান্তে কোথাও উল্লেখ নেই শাকিব খান বিবাহিত

এদিকে পোস্টটি নিয়ে হৈ চৈ শুরু হয়েছে ফেসবুকে। শাকিবের অনেক ভক্তরা পোস্টদাতাকে ভুয়া আইডির দাবি করে এটিকে ভিত্তিহীন বলে দাবি করছেন

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন