আমার মনে হয় না ওদের কাছ থেকে তেমন কিছু শেখার আছে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর বাংলাদেশ দলকে মনে হয়েছিল বিধ্বস্ত এক জনপদ! চট্টগ্রাম টেস্টের পাঁচটি দিনই আফগানরা এগিয়ে ছিল। ফল তাদের পক্ষে যাওয়াটা তাই অস্বাভাবিক ছিল না। স্বাভাবিক ছিল না বাংলাদেশ দলের রণকৌশল, পারফরম্যান্স, কোনো কিছুই।

টানা ব্যর্থতায় সমালোচনার তির ছুটে যাচ্ছিল খেলোয়াড়দের দিকে। নবীন দেশ হিসেবে আফগানিস্তান যেভাবে টেস্ট খেলেছে, এই সংস্করণে ১৯ বছর কাটিয়ে দেওয়া বাংলাদেশ তার ধারেকাছেও যেতে পারেনি? টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কাছে বাংলাদেশ একটি ম্যাচ হেরেছে, আরেকটিতে জিতেছে। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে যে তিনটি ম্যাচ খেলেছে আফগানিস্তানের সঙ্গে, তাতে বাংলাদেশ পিছিয়ে ২-১ ব্যবধানে।

আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত ফল না এলেও মাহমুদউল্লাহ মনে করেন না তাদের কাছ থেকে বিশেষ কিছু শেখার আছে, ‘আমার মনে হয় না ওদের কাছ থেকে তেমন কিছু শেখার আছে। আমাদের ভুলের পরিমাণ বেশি ছিল এ কারণে ফল হয়তো…পাশাপাশি ওদের কৃতিত্ব দিতে হবে, তারা ভালো ক্রিকেট খেলেছে। একই সময়ে আমরা খুব বাজে ক্রিকেট খেলছি।’

তবে পুরো পারফরম্যান্স বিশ্লেষণ করে মাহমুদউল্লাহ এটি স্বীকার করছেন, তাঁরা আরও ভালো খেলতে পারতেন, ‘টেস্টে আমাদের পারফরম্যান্স হতাশাজনক ছিল। বিশ্বাস করি এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। টেস্ট শেষে নিজেদের মধ্যে কথা হলো। তখন চিন্তা করলাম আমাদের ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আবার হেরে গেলাম। মনোবলে একটু পিছিয়ে ছিলাম। তবে সবার মধ্যে যে জয়ের স্পৃহা কাজ করেছে সেটা কাজে দিয়েছে। চেষ্টা থাকবে এটার জন্য পুনরাবৃত্তি না হয়, আমরা আগ থেকেই উপলব্ধি করে যেন সেভাবে খেলতে পারি।’

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পারফরম্যান্স হতাশাজনক হলেও মাহমুদউল্লাহর চোখে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটা তাঁদের ভালো গেছে। এই সিরিজ এখন অতীত। সামনে আরও বড় চ্যালেঞ্জ—নভেম্বরে ভারত সফর। এই সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ তাই বলছেন, ‘সব মিলিয়ে টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো খেলেছি। কিছু কিছু জায়গায় আরও উন্নতি করার আছে। কোচও এটা নিয়ে কাল (পরশু) বলেছিলেন, আমি এটার সঙ্গে একমত। কিছু কিছু জায়গায় আমরা আরও ভালো করতে পারতাম। সামনে এটা নিয়ে কাজ করব।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৪:২৯)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com