রোনালদোকে ছাড়াই হাসলো জুভেন্টাস

ফিফা দ্য বেস্টের অনুষ্ঠানে ক্রিস্তিয়ানো রোনালদোর না থাকা নিয়ে আলোচনা হচ্ছে এখনও। এমন অবস্থায় পর দিন সিরি আ’তেও অনুপস্থিত থেকেছেন তিনি। দলের কথা চোটের কারণে জুভেন্টাসের হয়ে খেলা থেকে বিরত রেখেছেন নিজেকে। তবে তার অনুপস্থিতির দিনে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে জুভেন্টাস। ২-১ গোলে হারিয়েছে ব্রেসসিয়াকে।

ব্রেসসিয়ার হয়ে অবশ্য ইতালিয়ান ফুটবলে প্রত্যাবর্তন ঘটেছে তারকা ফরোয়ার্ড মারিও বালোতেল্লির। গত মৌসুমে মার্সেইর হয়ে পাওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নিজের ঘরের ক্লাবের হয়ে অভিষেক করেছেন এই ম্যাচ দিয়ে।

তাকে পেয়ে শুরুটা ভালো ছিল ব্রেসসিয়ার। ৪ মিনিটে জুভেন্টাসের জাল কাঁপিয়ে দেন আলফ্রেদো দোন্নারুম্মা। শুরুর অগ্রগামিতা পরে ভেস্তে যায় নিজেদেরই ভুলে। ৪০ মিনিটে জন চ্যান্সেলরের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরার সুযোগ পায় ইতালিয়ান জায়ান্টরা। তাতে এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পায় ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পিয়ানিকের গোলে জয় সূচক গোলটি আদায় করে নেয় জুভেন্টাস।

এই জয়ের ফলে মাউরিসিও সারির দল অপরাজেয় থাকলো মৌসুমের শুরুতে। ১৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছে তারা। এক পয়েন্ট কম নিয়ে পরেই রয়েছে ইন্টার মিলান। অবশ্য লাৎজিওকে বুধবার হারালে ফের শীর্ষে উঠবে ইন্টার মিলান। ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সম্ভব হবে তা।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন