টাঙ্গাইলের সখিপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে সখিপুর থানার এসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে একটি চোরাই মোটর সাইকেল ও তালা ভাঙ্গার লোহার রড সহ তিনচোরকে আটক করেছে। আটককৃতরা হলো-টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রাজাফৈর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সহিদ,আউলিয়াবাদ তকেয়াপাড়া গ্রামের আবু বকরের ছেলে হুমায়ুন,মৃত আজিবরের ছেলে ছামাদ। তাদেরকে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে সখিপুর থানা পুলিশ। সখিপুর থানার এসআই জাহেদুল ইসলাম বলেন,গ্রেফতারকৃতরা পেশাদার চোর বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Please follow and like us: