ঘরের দরজা ভেঙে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর মহানগরীর বিলসিমলা এলাকা থেকে মোজাম্মেল হক তালুকদার (৬২) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঘরের দরজা ভেঙে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়

পুলিশ বলছে, ওই আইনজীবী আত্মহত্যা করেছেন

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, ভাইয়ের ওপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন মোজাম্মেল

দীর্ঘক্ষণ পরও দরজা না খোলায় পরিবারের লোকজন পুলিশে খবর দেন। রাজপাড়া থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়

আইনজীবী মোজাম্মেল তালুকদার নিঃসন্তান ছিলেন। ময়নাতদন্ত শেষে রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন