হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’ শিরোনামে একটি ধারাবাহিক নাটক প্রযোজনা করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এম প্রোডাকশন’ থেকে নাটকটি প্রযোজনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস্ করিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার থেকে আরটিভিতে সমপ্রচার শুরু হওয়া ধারাবাহিকটি সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০ টায় প্রচারিত হবে। মোশাররফ করিম বলেন, কিছু সাধারণ মানুষের অসাধারণ টুকরো টুকরো গল্প নিয়েই এই নাটকটি এগিয়ে যাবে। নাটকের চিত্রনাট্য আর গল্পের গভীরতা দেখেই এই নাটকটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি। আশা করছি দর্শকরা একদম হৃদয় থেকে নাটকটি গ্রহণ করবেন। ইতোমেধ্যে নাটকের ত্রিশ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক শামস করিম। বাকি পর্বগুলো সামনের মাস থেকে শুটিং শুরু হবে।মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আ খ ম হাসান,গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুলসহ আরও অনেকে।
আপডেট টাইম : সোমবার, অক্টোবর ৭, ২০১৯, ১৫৫ বার পঠিত
Please follow and like us: