ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনশ ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- বিজয়নগরের শ্রীপুরের এলু ভূঁইয়ার ছেলে মো. এনামুল, সরাইলের শাহবাজপুরের আলী আকবরের ছেলে মো. ওয়াসিম, সিদ্দিক মিয়ার ছেলে এজাজ আহমেদ রবিন।
সোমবার রাতে আখাউড়ার হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে ফিরছিলেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Please follow and like us: