রাজবাড়ীর গোয়ালন্দে একটি যাত্রীবাহী বাস থেকে আট রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচ জন নারী ও তিন জন পুরুষ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার পদ্মার মোড় থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নুর কলেমা, মিনারা বেগম, জহুরা, খুসনামা বেগম, রাশিদা, রশিদ উল্লাহ, কামাল ও মীর জাফর।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ রোহিঙ্গা নারী ও তিন পুরুষকে আটক করা হয়। তাদের দাবি তারা বেনাপোল যাচ্ছিল। আটকদের মধ্যে রশিদউল্লাহ কিছুটা বাংলা বলতে পারে। সে সবাইকে গাইড করছিল।
পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে বলেও জানান ওসি।