ঢালিউড কুইন অপু বিশ্বাস বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। তবে সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন। চলচ্চিত্রের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শোতেও নিয়মিত অংশ নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ভারতের আসাম মাতাবেন অপু।
রোবাবার সন্ধ্যায় আসামের বরপেটা জেলার সুরুপেটা চাউলিয়াবাড়ির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচবেন বলে নিশ্চিত করেছেন অপু। অনুষ্ঠানে কোরিওগ্রাফী করবেন বাংলাদেশর ফ্লাই ফারুক। অপু তার ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তার মাধ্যমে আসামের দর্শকের আমন্ত্রন জানিয়েছেন। অনুষ্ঠান শেষ করে সোমবার ঢাকায় ফিরবেন এ অভিনেত্রী।
এরই মধ্যে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র ছবির শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
এছাড়া কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি। এ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।