নতুন এমপিওভুক্ত হলো ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান

সারা দেশে আরও দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেন।

এ এমপিওভুক্তি ভূতাপেক্ষভাবে চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে। এমপিওর নতুন তালিকায় জায়গা পেয়েছে এক হাজার ৬৫১টি স্কুল ও কলেজ, ৫৫৭টি মাদ্রাসা এবং ৫২২টি কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান।

স্কুল ও কলেজগুলোর মধ্যে ৪৩৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম শ্রেণি), ৯৯৫টি মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম), ৬৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৯৩টি কলেজ ও ৫৬টি ডিগ্রি কলেজ।

মাদরাসার মধ্যে আছে ৩৫৭টি দাখিল, ১২৮টি আলিম, ৪২টি ফাজিল ও ২৯টি কামিল প্রতিষ্ঠান।

কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে কৃষি ৬২টি, ভোকেশনাল (স্বতন্ত্র) ৪৮টি, ভোকেশনাল (সংযুক্ত) ১২৯টি, বিএম (স্বতন্ত্র) ১৭৫টি ও বিএম (সংযুক্ত) ১০৮টি।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এর আগে, ২০১০ সালে মোট এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com