রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ৯০৪ ইয়াবা, ৭১ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫ গ্রাম গাঁজা ও ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২৮টি মামলা করা হয়েছে।
Please follow and like us: