জাবি ভিসির অপসারণ দাবিতে বিক্ষোভ অব্যাহত, শিক্ষার্থী লাঞ্ছনা

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘটে আন্দোলনরত দুই শিক্ষার্থীকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন কলা ভবনে উপাচার্যপন্থী শিক্ষক সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

তারা বলছেন, সর্বাত্মক ধর্মঘটকে উপেক্ষা করে ক্লাস ও পরীক্ষা নিতে যান একাধিক উপাচার্যপন্থী শিক্ষক। এর আগে ভবনে প্রবেশের সময় আন্দোলনকারীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন একাধিক উপাচার্যপন্থী শিক্ষক। এ সময় তাদের দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে পুরাতন কলা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা।

অপরদিকে, বিভাগের শিক্ষককে লাঞ্ছনা করা হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনে প্রবেশের ফটক আটকে অবস্থান নেন।

এ কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা-কর্মচারীরা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৬:১৪)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com