চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি সদস্যের ১৫ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১০ বছর আগে দায়ের করা একটি মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার সুখধনডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ওরফে রাসেল, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পরানপুরের হযরত আলী ওরফে ফিরোজ কবির, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের একরামুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০০৮ সালের ২৫ অক্টোবর জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরে একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন জেএমবি সদস্যরা। এ সময় পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে আটক করে। এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতি এ রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১০:০১)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com