শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক কিরণ শংকর হালদার আসামি শাহীনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাক্ষ্য প্রমাণের অভাবে মামলার অপর দুই আসামিকে খালাস প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের শাহীন একই উপজেলার শেখ নবীপুর গ্রামে তার শ্বশুর মো. ফাইজুল ইসলামের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। ২০১৭ সালের ১১ মে রাতে কৌশলে তার শ্যালিকা রোকসানাকে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং বাড়ির পাশের একটি ধানের খলাতে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে কাদা-পানিতে চুবিয়ে তাকে হত্যা করে।

এ ব্যাপারে নিকলী থানায় মামলা দায়েরের পর পুলিশ শাহীনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণের অভাবে রুবেল ও কাজল নামে দুই আসামি খালাস পায়।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন