বগুড়ায় অনুমোদনবিহীন ওষুধ রাখায় দুই দোকানকে জরিমানা

বগুড়ায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি দোকানে অনুমোদনবিহীন ওষুধ রাখার অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় জেলা শহরের খান মার্কেটের আজিজ ম্যানশনের নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবীব জানান, জরিমানা প্রদানকারী দুই ওষুধের দোকানে অনুমোদনবিহীন ওষুধ পাওয়ায় যায়। এই অভিযোগে দুটি দোকানেরই ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট নাছরিন আকতার ও তাসনিমুজ্জামান। এসময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন