রাজশাহীতে ফেনসিডিলসহ যুবলীগকর্মী গ্রেফতার

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে ফেনসিডিলসহ হাসান কবির (৩৫) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ আযোজিত সম্মেলন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসান কবির উপজেলার ডোমকুলি গ্রামের আবদুল আজিজ এর ছেলে। তিনি স্থানীয় যুবলীগকর্মী। তার বাবা আবদুল আজিজ গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

জানা যায়, রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রোববার সকাল থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এ সময় পুলিশ নিরাপত্তা তল্লাশি করছিলেন। তখনই প্যান্টের পকেটে এক বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন হাসান। রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন তাকে আটক করেন।

হাসান কবির রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সমর্থক। আটকের সময় তিনি ফারুক চৌধুরীর সরবরাহ করা হলুদ রঙের টি-শার্ট পরা ছিলেন। টি-শার্টে ফারুক চৌধুরীর ছবিও রয়েছে। হাসান কাউন্সিলর হিসেবে সম্মেলনে এসেছিলেন।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন জানান, তল্লাশির সময় হাসান কবিরের প্যান্টের পকেটে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় তাকে আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১০:২৭)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com