বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে তাহিদ হাসান (১৭) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ ডিসেম্বর) আহত যুবলীগ কর্মী তাহিদ হাসানের চিকিৎসার খোঁজ নিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে যান বগুড়া জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এর আগে গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাহিদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।
তাহিদ হাসান বগুড়া সদর উপজেলার কর্ণপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। তার গায়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর ছবি সম্বলিত সম্মেলন সফল করার গেঞ্জি ছিলো।
আহত তাহিদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে ঘুম থেকে উঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয় তাহিদ। পরে সম্মেলন শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জয়বাংলা হাটের কাছে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে রোববার বিকেলে ছুরিকাঘাতে আহত তাহিদ হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাপাতালে যান জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন। সেখানকার চিকিৎসক ও সেবীকাদের সাথে কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ বাছেদ, যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, মোশারফ হোসেন বুলবুল, এনামুল জাহিদ তিতাস, সাব্বির হোসেন স্মরণ প্রমুখ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।